যে নিজেকে ছোট করে অন্যকে বানায় বড়
সেই তো মহামানব সেই তো বড়,
সারা জীবন ছিলাম বন্ধু তোমারই পাশে
হৃদয় শীতল হয় তালপাখার বাতাসে,
হৃদয় নীড়ে নিত্য বিরাজমান
প্রতিষ্ঠা করতে চাই সবার মান-সম্মান,
যে যারে ভালো বুঝবে সে থাকে না কাছে
ভিলেন কিন্তু নায়ক বেশে ঘুরে পিছে পিছে,
ভালোবাসি ভালোবাসি বলে মুখে তোলে ফেনা
আখের ঘুছিয়ে কেটে পড়তে সময় লাগে না,
ভাবের যখন অভাব হবে
এক মিনিটে কেটে পড়বে,
আসল প্রেমিক দায়িত্ব সদা পালন করে যায়
ভালোবাসি কভূ মুখে উচ্চারন করতে নাহি চায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com