প্রেস রিলিজ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটক দুজন হলেন পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম (৪৫) ও বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল (৩৮)।র্যাব জানিয়েছে, গত ২০ জুলাই সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত পাকুন্দিয়া বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। এ বিষয়ে মো. মোস্তফা নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। আটক দুজন এ মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব-১ সিপিএসসির সহায়তায় তাঁদের আটক করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।কিশোরগঞ্জ র্যাব কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদের আটক করার চেষ্টা চলছে। এই দুজনকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি