মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি। ‘এখন রাষ্ট্রের যে সব বিষয় সংস্কারের জন্য কমিশন করা হচ্ছে,সেগুলো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে ২০১৭ সালে ভিশন ২০৩০–এ দিয়েছিলেন। ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্তে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, ২০২২ সালে তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে দফা দিয়েছিলেন তার মধ্যে এ সব বিষয়ের উল্লেখ ছিল। এ ছাড়া ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যেও এসব সংস্কার কর্মসূচি ছিল। কাজেই আমাদের নেতারা যেটি ১৭ সাল ২২ সাল এবং ২৩ সালে তৈরি করেছিলেন, সেটি আজকের জেনারেশন গ্রহণ করছে।’তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় সংস্কার চায়। বিএনপি একটি আধুনিক রাজনৈতিক দল। বিএনপি একটি গণতন্ত্রমনা রাজনৈতিক দল, মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক দল। সে জন্যই বিএনপি ১৭, ২২ এবং ২৩ সাল থেকে সংস্কারের জন্য কাজ করছে। আজকে অন্তবর্তীকালীন সরকার সেই লাইনেই হাঁটছে। বিএনপি হচ্ছে এটির অগ্রপথিক।’