সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,দুনিয়ায় কি পাবো সেটা বিবেচ্য বিষয় নয়।আমরা আশাকরি আখেরাতের আদালতে জামায়াতের প্রত্যেকটি কর্মী আল্লাহ রাব্বুল আলামীনকে বলবে আমরা তোমার দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম আমাদের কোন দোষ নেই।আল্লাহ রাব্বুল আলামীন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ।অতীতের কথা অনেক স্মৃতিময় এবং বেদনাময়।এই ময়দানে বক্তব্য রেখেছিলেন শহীদ কামারুজ্জামান,এই ময়দানের বক্তব্য রেখেছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা।এই ময়দানের বক্তব্য রেখেছিলেন ভাষা সৈনিক বিশ্ব রাজনীতির পুরোধা ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা অধ্যাপক গোলাম আযম।এই ময়দানের বক্তব্য রেখেছিলেন শায়খুল হাদীস মাওলানা আবুল কালাম মোঃ ইউসুফ,মাওলোনা আব্দুস সোবহান।বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ,মোফাসসেরে কোরআন,সারা দুনিয়ার কোটি কোটি মা নুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।শুক্রবার (১ নভেম্বর) ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা জামায়াতের রুকন সম্মেলনে নব-নিবর্বচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় রুকন সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,আমাদের কাছ থেকে আমাদের নেতৃবৃন্দকে কেড়ে নেয়া হয়েছে।কিন্তু ইসলামকে তারা কেড়ে নিতে পারেনাই।শহীদের বদলা নেব বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে, আল্লাহর বিধানের কায়েমের মাধ্যমে হয়। এই চেষ্টায় জামায়াতের প্রত্যেকটি কর্মী শাহাদাত বরণ করবে নতুবা আল্লাহ দ্বীন এখানে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।তিনি আরো বলেন,আমি শুধুমাত্র বিপ্লবের শেষ বানী উচ্চারণ করতে চাই।যারা পৃথিবীর কোন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় দুনিয়ার কোন শক্তি তাদের দমিয়ে রাখতে পারে না।আল্লাহর নবীকে পারে নাই,ইখয়ানুল মুসলেমীনকে পারে নাই।আলজেরিয়ায় ২ লক্ষ মানুষকে হত্যার করার পর পারে নাই।বাংলাদেশেও পারবে না ইনশাআল্লাহ। ২০২৫ সাল হবে জামায়াতে ইসলামীর বিজয়ের সাল। ২০২৫ সাল হবে বাংলাদেশের জমিনে ইসলামীকে বিজয়ী করার বৎসর ইনশাআল্লাহ।এডভোকেট মতিউর রহমান আকন্দ নব-নির্বাচিত আমীর হিসেবে মোঃ আব্দুল করিম কে শপথ পাঠ করান।রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী।ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে মু. কামরুল হাসান মিলন,সহ-সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী,জেলা কর্মপরিষদ সদস্য,সাংগঠনিক থানা শাখার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।