মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
"সেবার ব্রতে চাকরি" এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে আজ ০১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬:৩০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।
সাধারণ, মুক্তিযোদ্ধা,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতায় ৮৬৮১ জন পুরুষ ও ৭৭৬ জন নারী (মোট ৯৪৫৭ জন) প্রার্থীর মধ্যে প্রথম দিন শেষে ৪৪৬৭ জন পুরুষ ও ২০১ জন নারী প্রার্থী সম্মানিত নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে প্রাথমিক বাছাইয়ে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন।
১ম দিন শেষে সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ
মোট আবেদন গৃহীত-৯৪৫৭ জন
মোট উপস্থিত- ৬৮৭০ জন
মোট অযোগ্য-২২০২জন
মোট যোগ্য-৪৬৬৮জন
আগামীকাল শনিবার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এর দ্বিতীয় দিনে তারা চারটি ইভেন্ট যথা ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com