নান্দাইলে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত :
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
২২
বার পঠিত
ফরিদ মিয়া-নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ১ ও ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা সোমবার উদং মধুপুর শাইলধরা বাজারে অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক ঈশ্বরগঞ্জ ও নান্দাইল আসনের সাবেক ৪বারের সংসদ মরহুম খুররম খান চৌধুরীর সুযোগ্য পুত্র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জননেতা নাসের খান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে এবং উপজেলার সিংরইল ইউনিয়ন বিএনপি কে সু-সংগঠিত করার লক্ষে বিএনপির নেতাকর্মীরা আহবান জানান।সিংরইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভূইঁয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাংগাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ ভূইঁয়া, ৬নং রাজগাতি ইউনিয়নের সভাপতি আতাউল করিম বুলবুল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম, ৭নং মুশুল্লী ইউনিয়ন সভাপতি ফোরকান উদ্দীন ভূঁইয়া, যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল, জহিরুল হক, আবু হুরাইরা আকন্দ, ছাত্রদল নেতা শাহজাহান ভূইঁয়া মানিক, বিএনপি নেতা বায়োজিদ, হাবিবুর রহমান, রতন মিয়া, আলী আকবর, লিংকন মিয়া, ইসমাইল হোসেন ভূইঁয়া, মতিউর রহমান উজ্জল, সোহেল মিয়া সহ প্রমুখ।এসময় উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১ একটি পৌরসভা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ তার অঙ্গ অসহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ এবং সিংরইল ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, জননেতা নাসের খান চৌধুরীর নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি করে না। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ভূমি দখল, টেন্ডারবাজির মত কোন কর্মকান্ড জড়িত হলে তাকে আইনের আওতায় এনে পুলিশের হাতে ধরিয়ে দিবেন। কারণ এসব সমাজ বিরোধিরা বিএনপির লোক হতে পারে না।