মহিউদ্দিন সরকার – জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে কেন্দুয়া উপজেলা শাখা সংসদ। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রঙ্গন শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।পরে উপজেলা পরিষদ হলরুমে উদীচী কেন্দুয়া শাখার সভাপতি রাখাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উদীচীর উপদেষ্টা রণেন সরকার,সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান,কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষক আব্দুন মান্নান ভূঁইয়া,সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী,সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,আব্দুস সালেহীন সালাম প্রমুখ।পরে সঙ্গীতানুষ্ঠান,বাউল গান,একক অভিনয় ও সবুজ বয়াতীর পালাগান পরিবেশন করা হয়।গান পরিবেশন করেন উদীচী শিল্পী বাউল আলেয়া সরকার,গোলাম মোস্তফা,মনিষা মণি,আমীর হোসেন,হৃদয় হাসান,শামীম আহমেদ, তানিসা,অদিতি, অতিথি শিল্পী জহুরুল আলম ভঁইয়া স্বপন।আবৃত্তি করেন আব্দুল মান্নান ভূঁইয়া,আজিম ভূঞা ও সঙ্গীতে একঝাঁক ক্ষুদে শিল্পীবৃন্দ।