মকবুল হোসেন ময়মনসিংহর জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন।এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়া,চরম ভোগান্তিতে দূরপাল্লার বাসের যাত্রীগন ও পথচারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়,ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে জনৈক অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করেন।এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন।এসময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীগণ।এ ঘটনায় সেনাবাহিনী,র্যাব-১৪,ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক আলীনূর খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যাওয়ায় যানবাহন চলাচলে স্বাভাবিক পরিস্থিতি হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com