সুমন ভট্টাচার্য স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শনিবার (২৬ অক্টোবর ২০২৪) সকাল ১০ টায় সার্কিট হাউজ মাঠে উপস্থিত হলে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এবং পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিবাদন গ্রহণ শেষে উপদেষ্টা ফরিদা আখতার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে উপস্থিত হন এবং বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) কর্তৃক আয়োজিত “Food Safety and Health” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপদেষ্টা বিএফআরআই মাঠ পরিদর্শন এবং বিএফআরআই কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা মতবিনিময় সভা শেষে বিকেল ০৪:৩০ মিনিট এ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে বিদায়ী অভিবাদন গ্রহণ করে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ জেলা ত্যাগ করেন।