মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া গত ২৪ ঘন্টায় ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।এসআই (নিঃ) আসাদুজ্জামান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দ্রুত বিচার মামলার আসামী ১।নুর মোহাম্মদ ওরফে শান্ত (২৪), পিতা-তাইজ উদ্দিন, মাতা-মৃত সাফিয়া, সাং- কৃষ্টপুর আটানী পুকুর পাড়, ২। আরিফ (২৩), পিতা- নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম, ৩। জহিরুল (২৪), পিতা- কামরুল মেস্তুরি, উভয় সাং-কৃষ্টপুর, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে একটি বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
রার-১৪, ময়মনসিংহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (৩০), পিতা-মোঃ মুকবুল হোসেন, মাতা-শাহানা খাতুন, ঠিকানা: স্থায়ী: (সাং- উজান ঘাগড়া), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এসআই (নিঃ) সোহেল রানা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। আফজাল হোসেন (২৪), পিতা-মোঃ সুমন মিয়া, মাতা-রোকসানা বেগম, সাং-কৃষ্টপুর (প্রাইমারী স্কুলের পাশে), থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আসাদুজ্জামান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোশারফ হোসেন (৪২), পিতা-মকবুল হোসেন, সাং-চুরখাই জামতলী মোড়, ২। আরিফ (৩৮), পিতামৃত- জালাল, সাং-চর পাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন, উভয় থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।