মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৫ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্স এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ২৪ অক্টোবর বৃহস্পতিবার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি,জনাব ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করেন।এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও উক্ত ডেস্ক পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সেবা প্রার্থীদের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার খালিদ বিন নুর,কমান্ড্যান্ট (পুলিশ সুপার),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ময়মনসিংহ।
এর আগে রেঞ্জ ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পিতা-মাতার ভরণপোষণ,মানবপাচার প্রতিরোধ ও গৃহকর্মী সুরক্ষা আইন সংক্রান্ত সেশন (ক্লাস) পরিচালনা করেন।আরও উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার,আইএসটিসি,ময়মনসিংহ;এস. এম. আসিফ আল হাসান,সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি),রেঞ্জ ডিআইজি’র কার্যালয়,ময়মনসিংহ; মোঃ আমিনুল ইসলাম,পুলিশ পরিদর্শক(নিঃ),আইএসটিসি, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।