মোঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ভাংচুরের একটি মামলায় খালাস পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মোঃ আনোয়ারুল ইসলামসহ জামায়াতের ৫২ জন নেতাকর্মী।বৃহস্পতিবার (২৫ অক্টোবর ২০২৪) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-০৩ এর বিচারক শ্যামসুন্দর রায় জামায়াতের ৫২ জন নেতার্মীকে এই মামলায় খালাস দেন।২০১৮ সালে দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলামসহ জামায়াতের ৫২ জন নেতাকর্মীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভাংচুরের এই মামলাটি করা হয়। যার নম্বর ৬১৮/২০১৮, জিআর নম্বর ১০৮২-৮৩/২০২১।
ওই মামলায় খালাস পাওয়ায় জামায়াতের নেতাকর্মীরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।