মোঃহারুন অর রশিদ-কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ছোট অবুঝ শিশু তুবা মনির বয়স এক বছরের উপরে হবে।হাতের কাছে একটি জলপাই পেয়ে তাৎক্ষণিক সে খেয়ে ফেলে একটু পরই জলপাই এর বিচি গলায় আটকে গিয়ে খিচুনি শুরু হয়। শ্বাসরুধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে পরিবারের লোকজন কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফ্যামিলি ট্যুর প্যাকেজ
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটছে।নিহত শিশু তুবা মনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে।নিহতের পরিবার জানায়,দুপুরের দিকে একটি জলপাইয়ের বিচি গলায় আটকে যায় শিশুটির।পরে শ্বাসরুধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান,গলায় জলপাইয়ের বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুর মৃত্যু হয়েছে।