এম আবু হেনা সাগর,চট্টগ্রাম থেকে
তরিতরকারি বাজারে চড়াদামে হিমশিমে পড়েন ক্রেতা সাধারণ। অতিরিক্ত মূল্য নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজন চরমভাবে বিপাকে পড়েন। ৮০ টাকার নিচে সবজি মেলানো কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। নিয়ন্ত্রণহীন কাঁচাবাজার ব্যবস্থা। এমতাবস্থায় চট্টগ্রামে ভ্রাম্যমান বাজারে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এসেছে।২৩শে অক্টোবর (বুধবার) চট্টগ্রামের বহদ্দারহাট পুকুরপাড় এলাকায় বিকেলে আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তরিতরকারির অসহনীয় দামের কারণে সর্বসাধারণের জন্য ক্রয়মূল্য বিক্রি বাজার বসে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পযন্ত এ বাজার চলে।
বহদ্দারহাট পুকুরপাড় এলাকায় ক্রয়মূল্য সবজি বাজার পরিদর্শন কালে দেখা যায়, ফাউন্ডেশনের দায়িত্বশীলরা টিশার্ট ও আইডি কার্ড গলায় দিয়ে ক্রয়মূল্যে সবজি বিক্রি করছে।একপাশে পুরুষ অন্যপাশে মহিলা কেনাকাটার সুব্যবস্থা রেখেছে।এ বাজারে ক্রয়মূল্য তথা কমদামে তরিতরকারি কিনতে নারী পুরুষের ভীড় যেন লক্ষনীয়। কেউ কিনছে লাউ,কেউ কিনছে বরবটি,কেউবা কিনে পেঁপেসহ অন্যান্য তরিতরকারী।ক্ষণিকের জন্য হলেও অল্পদামে সবজি পেয়ে খুশিতে উৎফুল্ল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন।কয়েক ক্রেতারা জানান,বিভিন্ন পয়েন্টে যদি এই রকম কমদামে ভ্রাম্যমান বাজার বসে তাহলে অসহায় ও হতদরিদ্রের জন্য ভাল হত।বাজারে চড়াদাম থেকে মুখ ফিরিয়ে নিতো ক্রেতারা।এ মহতী উদ্যোগকে স্বাগত জানান কক্সবাজারে ঈদগাঁও উপজেলা সরকারি নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার নেতৃবৃন্দরা।