নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বিশেষ অভিযানের মাধ্যমে রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু (৫০) সহ আরও দুইজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়,রোয়াইলবাড়ি আমতলা এলাকায় নিয়মিতভাবে জুয়ার আসর বসত,যেখানে দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা আসতেন।এলাকাবাসী বিষয়টি বন্ধ করার চেষ্টা করলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে তা সম্ভব হয়নি।এ বিষয়ে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম সুরুজ আলী (৬৬) জানান,আমি শুনেছি সেখানে মাঝে মাঝে জুয়ার আসর বসতো।এমনকি সাধারণ সম্পাদক বাবলু ১৫-২০ দিন আগেও পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন।তবে,আজ যৌথবাহিনী বাবলুসহ আরও কয়েকজনকে ধরে নিয়ে গেছে।
অভিযানের সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উপস্থিত ছিলেন।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ ব্যাপারে জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুসহ দুইজনকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জুয়ার আসর বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।