স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র কলেজ ঈদগাহ রশিদ আহমদ কলেজের নতুন গভর্নিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান। ২২ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় ঈদগাহ্ রশিদ আহমদ কলেজের অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,কলেজ গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দীন, কক্সবাজার সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ছলিম উল্লাহ্ বাহাদুর, জেলা বিএনপির সদস্য শওকত আলম ও কলেজের শিক্ষক শিক্ষিকা সহ্ আরও অনেকে।অনুষ্টানে কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শহীদুজ্জামান বলেন,ঈদগাঁও উপজেলার এক মাত্র এ কলেজ জাতীয়করণ করতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। এছাড়া কলেজে শিক্ষার মান শতভাগ নিশ্চিত করার লক্ষে প্রয়োজনীয় পদ ক্ষেপ গ্রহণ করবেন তিনি। পরে কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা নবনির্বাচিত সভাপতি শহিদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।