সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে ১৪৭টি ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে অপসারণ না করার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। ২১ অক্টোবর সোমবার বেলা ১২ টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বটগাছ প্রাঙ্গনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন উদ্যোগে মিলিত হয়।এতে জেলার ১৪৭ ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদসরা অংশগ্রহন করেন।পরে ইউপি সদস্য সুমন মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে মফিদুল আলম এর কাছে উপদেষ্টা,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।ইউপি সদস্যগণ বলেন,আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি,কোন দলের প্রতীক নিয়ে নির্বাচিত হয় নাই। আমরা প্রায় ৬৫% স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছি।তাই স্থানীয় সরকার ব্যবস্থাকে ভেঙ্গে দিলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বে।
এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ওয়ারিশ সনদ, জাতীয়তার সনদ,ট্রেড লাইসেন্স ও বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, গ্রাম আদালত পরিচালনা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার,বিভিন্ন সরকারি অনুদান সুষ্ঠুভাবে বন্টন,বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণ হাট বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে চরম অব্যবস্থাপনা দেখা দিতে পারে।তাই আমাদের অপসারণ না করার দাবি জানাই।প্রধান বক্তব্য রাখেন,এস আই শাহিন সাওফারুন সাংগঠনিক সম্পাদক ইউপি মেম্বার এসোসিয়েশন(কেন্দ্রীয়),সুমন মিয়া আহবায়ক ময়মনসিংহ জেলা ইউপি সদস্য, রুহুল আমিন,আব্দুল কাদের প্রমুখ।