বাজিতপুরে হাত পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার
মাসুদুল ইসলাম সবুজ-স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষিজমি থেকে হাত পা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।জানা যায়,নিবু মিয়া(৬০),পিতা মৃত সুন্দর আলী গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে আসার পর তার আর খবর পায়নি পরিবার।অনেক খোঁজাখুজি করার পর রাত ১০ টার দিকে পার্শ্ববর্তী এক কৃষি জমিতে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলের জমির মাঝখানে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ পরে আছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিবু মিয়া সহজ সরল মানুষ।কৃষিকাজ করতেন। তার চার ছেলে ও দুই মেয়ে।কারো সাথে কোনো ঝামেলা আছে কি না তা জানতে চাইলে তার মেয়ে বলেন,আমি এ বিষয়ে কিছু জানিনা।আমার ভাইয়েরা জানে,তবে বাড়ি ভর্তি প্রচুর মানুষ ও পরিবারের সদস্যদের মানসিক অবস্থা খারাপ থাকার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন,আমরা তদন্ত করছি।প্রকৃত রহস্য পরে জানা যাবে।