ষ্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ শহরের গাইটাল মুন্সীবাড়ী পৌর এলাকায় ১০ জনের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লংঘনের দায়ে মামলা করেছেন।
পরিবেশ অধিদপ্তরের কিশোরগন্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্ব শর্মা এ মামলাটি দায়ের করেন।
জানাগেছে মুন্সী বাড়ীর এ পুকুরটিতে দীর্ঘ দিন যাবত জন সাধারণ ব্যবহার করে আসছে।সম্প্রতি এ পুকুরটি ভরাট হয়ে যাওয়ার খবর প্রকাশিত হলে ছাত্র জনতা ও এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরে একাধিক আবেদন দাখিল করেন।গণ শুনানীর আয়োজন করলে আাসামী গণ এর স্বীকারোক্তিতে ৪ জন নারী ও ৬ জন পূরুষ সহ ভরাট কাজে নিয়োজিত ১০ জন কে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।মামলা নং ৩২/২৪ এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মোঃআঃ মতিন এ প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাতকারে জানান আমাদের অভিযান চলবে। সকল কে আইনের আওতায় আসতে হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com