ইচ্ছে হয় না তোমার জন্য লিখবো আরো কাব্য
থাক না তবে কালকে নাহয় নতুন করে ভাববো।।
কাব্যে তুমি লিখবে যা-তা মনের কথা হয়তো
পরোয়া নেই কবেই আমার কেটে গেছে ভয় তো।
কাল সকালে তোমার নদে আয়েশ করে নাববো।।
কবি-রা যা লিখে তাতো কবিতা হয় জানি
তবে কেন এমন তর কথার খচখচানি।
তুমি আরো লিখো না হয় শ্রাব্য বা অশ্রাব্য।।
যা লিখো তার সবই নেবো হয়তো অবহেলায়
কাটলো নাহয় দীর্ঘ দিবস এমনি ছেলেখেলায়।
থাকুক তোমার প্রাণের এ নদ স্রোতবহা নাব্য।