ইচ্ছে হয় না তোমার জন্য লিখবো আরো কাব্য
থাক না তবে কালকে নাহয় নতুন করে ভাববো।।
কাব্যে তুমি লিখবে যা-তা মনের কথা হয়তো
পরোয়া নেই কবেই আমার কেটে গেছে ভয় তো।
কাল সকালে তোমার নদে আয়েশ করে নাববো।।
কবি-রা যা লিখে তাতো কবিতা হয় জানি
তবে কেন এমন তর কথার খচখচানি।
তুমি আরো লিখো না হয় শ্রাব্য বা অশ্রাব্য।।
যা লিখো তার সবই নেবো হয়তো অবহেলায়
কাটলো নাহয় দীর্ঘ দিবস এমনি ছেলেখেলায়।
থাকুক তোমার প্রাণের এ নদ স্রোতবহা নাব্য।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com