আবুল কালাম,কেন্দুয়া উপজেলা প্রতিনিধি.
ওয়েলনেস নিউট্রিশন লিমিটেড ময়মনসিংহ বিভাগে মিশন রোড সায়েম অডিটোরিয়ামে,বেলা ১২ টা থেকে ৪টা পর্যন্ত সেমিনারে টেনিং করান ওয়েলনেস নিউট্রিশনের লিমিটেডের পরিচালক পুষ্টিবিদ মোহাম্মদ সুলাইমান হোসেন ডায়বেটিস সহ ছয়টি প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন,এবং বিজনেস প্রান দেখান,এই সময় উপস্থিত ছিলেন কোম্পানি চেয়ারম্যান আরজিনা পারভীন রিতা, ম্যানেজার আমিনুল ইসলাম,সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম হলুদ,সহকারী ম্যানেজার মাসুম বিল্লাহ ও হুমায়ুন কবির,এবং ২৭ জন একটিভ মেম্বার,ডায়াবেটিস শতভাগ নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেন পুষ্টিবিদ সুলাইমান হোসেন,এবং প্রতি জেলা ও উপজেলা একজন করে ডিলার নিয়োগ দিবেন,ও ডায়াবেটিস বিনামূল্যে মাস একবার চিকিৎসা দেওয়া হবে।উদ্দেশ্য নিজে সুস্থ থাকুন অপর ভাই বোনদের কে সুস্থ রাখুন এবং অর্থ নিতী মুক্ত থাকুন।ইনশাআল্লাহ