প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ
নান্দাইলে লিটন স্যারের স্পেশাল ইংলিশ কেয়ারের উদ্ধোধন
সাংবাদিক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরায়জী,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মো. সেলিম ভূঁইয়া,প্রেসক্লাব নান্দাইল এর সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান কাজল,শিক্ষার্থী মেহেদী হাসান শামীম,সুমন আহমেদ রেজভী,মো. তাজুল ইসলাম,ফজলে আরাফাত হৃদয়,ফুয়াদ হাসান সহ প্রমুখ।
বক্তরা নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. জহিরুল ইসলাম লিটন এম.এ (ইংরেজী),বি.এড(First Class) এর শিক্ষকতার মাধ্যমে নান্দাইলে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার ব্যাপক প্রশংসা করেন।সেই সাথে স্পেশাল ইংলিশ কেয়ারের সফলতা কামনা করেন।
এসময় লিটন স্যারের স্পেশাল ইংলিশ কেয়ার (নান্দাইল প্রি ক্যাডেট স্কুল) ৬ষ্ট থেকে ৯ম শ্রেণী একাডেমি ব্যাচ★এস.এস.সি প্রস্তুতি ব্যাচ★একাদশ, দ্বাদশ ও HSC প্রস্তুতি ব্যাচ★B.A(Pass)English Batch★
B.A(Compulsory English Batch) সহ ৫ টি ব্যাচে শিক্ষার্থী ভর্তির ব্যাচের উদ্ধোধন করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com
Copyright © 2024 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.