মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।প্রাথমিক শিক্ষা, শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয়। এ শিক্ষায় নেপ ওতোপ্রোতভাবে জড়িত। সেজন্য নেপকে আরো ক্ষমতায়ন করতে পারলে প্রাথমিক শিক্ষায় চলমান উন্নয়নকে অনেকটা তরান্বিত করা যাবে।
আজ সোমবার ০৭ অক্টোবর সোমবার নেপ ডিপিএড ভবনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক আয়োজিত নেপ কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা আরও বলেন, দেশকে উন্নত করতে হলে মানুষের উন্নতি পূর্বশর্ত। শিক্ষার সমান তালে স্বাস্থ্যের উন্নয়ন বজায় রাখা আবশ্যক। দুইটি বিষয়ই সার্বিক উন্নতিতে প্রয়োজন। প্রাথমিক পর্যায়ই একটি শিশুকে শিক্ষা জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। সে জায়গাটিতে আমাদের জোর দিতে হবে। নেপের ডেভেলপমেন্টে আমরা অগ্রসর হতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।মতবিনিময় সভায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে বিভাগীয় কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, নেপ এর পরিচালক জিয়া আহমেদ সুমন প্রমুখ।
উপদেষ্টা পরে নেপ মিলনায়তনে নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রোগ্রামে সনদ বিতরণ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com