ফখর উদ্দিন ইমরান,বিশেষপ্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।কটিয়াদী উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব,মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ.কে. এম ফজলুল হক জোয়ারদার আলমগীর,সহশ্রাম সাইমুন্নেছা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক,কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন,কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ সবুজ, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল,নির্বাহী সভাপতি মো. নূরুল আমিন প্রমূখ।