এম আবু হেনা সাগর,চট্টগ্রাম থেকে
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম।যেখানে একত্রে সবুজে ঘেরা গাছগাছালি আর সাগরের মেলবন্ধনের দেখা মেলে।বন্দর নগরীর প্রবেশ পথে পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে কর্ণফুলীর দক্ষিণ পাড় (শিকলবাহা) এলাকাটি।প্রাকৃতিক সৌন্দর্য এ এলাকাকে রূপের রানিতে পরিণত করেছে।আর তাই ঐতিহ্যবাহী চট্টগ্রামের কর্ণফুলী দক্ষিণ পাড়ের এলাকাটি এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠে।
সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়,শুক্র ও শনিবার চট্টগ্রামের নতুন ব্রিজের কর্ণফুলীর দক্ষিণ পাড়ে বিকেলে অসংখ্য পর্যটন প্রেমী মানুষের উপচেপড়া ভীড় লক্ষনীয়। তরুন তরুনীর খোশগল্প আর পরিবার পরিজনের বিকেলে ঘুরাঘুরি সহ ফটোসেশনের চিত্র চোখে পড়ে। উপরে চার চাকার পরিবহন আর নিচে বড় জাহাজের চলাচলে এক নান্দনিক দৃশ্যও বটে।ভোলা থেকে আসা এক তরুন জানান,এই প্রথমবারের মতো আসা এ স্থানে।স্বচ্চ জলরাসি,নোঙর ফেলানো বড় বড় জাহাজ আর সবুজের মায়াজালে ক্ষনিকের জন্য বন্দি হয়ে পড়লাম।
বৈকালিক সময়ে ঘুরতে আসা কজন জানান,সন্তানের আবদার মেটাতে স্বল্প খরচে পুরো পরিবার নিয়ে একটু আসলাম।চমৎকার পরিবেশনযেটি ভুলার নয়। চট্টগ্রামের অন্যন্য বিনোদন স্পটের সাথে এটিও যুক্ত হলো।কোন বরাদ্দ ছাড়া দৃষ্টিনন্দন জায়গা হওয়াতে পর্যটনপ্রেমী মানুষদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে।কোন এনজিও সংস্থা যদি উদ্যোগ নিত তাহলে এটি আরো সৌন্দর্য্যে আকারে গড়া যেত বলেও মত প্রকাশ করেন ঘুরতে আসা অনেকে।