পাহাড়ের বুকে পাহাড় ঘুমায় নিশ্চিন্ত মনে
কত বনশাই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে নির্ভয়ে সবুজ বনে।
দোলনায় দোলে দ্বিধাহীন মনে শিশু ঘুমায়,নেই তার চাওয়া পাওয়া
ক্ষুধার রাজ্যে চিৎকার দিয়ে জানান দেয়, চাই শুধু আমার খাওয়া।
কত লোক আসে যায় দেখতে সবুজ পাহাড়ের রুপ
ক্লান্ত বদন খানি মলিন হয়ে,চোখে দোলছে শান্তির ঘুম।
বিকালের রোদে আলপনা আঁকে কল্পনার রং তুলিতে
দোলনায় বসে আছে ষোড়শি বালিকা,যায় কি তারে ভুলিতে।
দোলনার পাশে দাড়িয়ে তোমার চুলের গন্ধ শুকে গোধূলির রুপ দেখি মাতাল নয়নে
বুঝি নিতো আগে প্রেমে পরে গেছি,তোমার নয়ন দেখি শয়নে স্বপনে।
ভোরের আলো ফুটলো যখন,দোলনায় তুমি বসে আছো একা
বাতায়ন খুলে দেখি সমীরণ বহে,আমার নামটি তোমার শাড়ির আঁচলে লেখা।
ডাকলে তুমি চোখের ইশারায়,বসালে তোমার পাশে
জড়ালে তুমি ভালোবাসার চাদরে,উষ্ণ ঠোটের পরশে।
দোলনায় পেয়েছি তোমারে,দোলিব দুজন সারাটি জীবন
দোলনায় হবে বাসর সজ্জা,দোলনাতেই হবে মরন।