ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে তীব্র অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল করল ছাত্র জনতা।তাপদাহ উপেক্ষা করে তৌহিদী জনতা নারায়ে তাকবির,আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত করে তুলেছেন বাজার ও স্টেশন এলাকা।
গতকাল দুপুরে ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে পরবর্তীতে বাসস্টেশন ঘুরে বাজারে এসে সমাপ্তি হয়।ঈদগাঁও উপজেলা ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলের আয়োজন করে।ভারতের হিন্দু পন্ডিত রামগিরি ও বিজেপি বিধায়ক নিতিশ রানের কটুক্তির তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করে নানান স্লোগান দেওয়া হয়।রুস্তম মিয়াসহ বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com