মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
‘পর্যটন শান্তির সোপান’প্রতিপাদ্যকে সামনে বিশ্বব্যাপী আজ বিশ্ব পর্যটন দিবস-২০২৪ পালিত হচ্ছে।জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত আজ বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিন উদ্দিন।এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিবৃন্দ এবং নগরীর ভ্রমণপিপাসু সাধারণ নাগরিক সমাজ।
ময়মনসিংহ অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখন।সভাপতির বক্তব্যে এডিসি (সার্বিক) বলেন, প্রচারেই প্রসার।বাংলাদেশের প্রতিটি জেলা তার স্বকীয় সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর।পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে এসব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনার প্রচার ও প্রসার জরুরি।মানুষ মানসিক ক্লান্তি দূর করতে প্রমোদ ভ্রমণে যায়।এসব ভ্রমণে নির্বিঘ্ন যাতায়াত,নিরাপত্তা,হোটেল ব্যবস্থাপনা যাতে সুন্দর হয়,ভোগান্তি যাতে না হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরকে আহ্বান জানানো হয়।নিরাপদ ও শান্তিপূর্ণ পর্যটনের মাধ্যমে টেকসই সংস্কৃতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রশাসন অঙ্গীকারবদ্ধ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ময়মনসিংহ তথা সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো বিকশিত করতে সকলে একযোগে কাজ করছে।