চলছে গাড়ী গন্তব্যহীন
চালায় গাড়ী মাঝি
বৈদ্য বেটা বিয়ে পড়ায়
বীণ বাজায় কাজি।
উল্টা কথা বলে সবাই
উল্টা পথেই চলে
চটপটি আর জ্বালমুড়ি
খাচ্ছে সবাই মিলে।
ভাঙ্গা ঢোলে শব্দ বেশি
ঢোলি বেজায় খুশি
বে- সুরা তাল বাজায় বললে
মারবে নাকে ঘুষি।
অতি কথন অতি ভোজন
অনেক দুষের হয়
অতি মাত্রায় জল ঢালিলে
গাছের মড়ক হয়।
অমানুষ আর মানুষেরা
দেখতে একই হয়
হারাম খেকু মজুতদার
দিন শেষে হবেই পরাজয়।