ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ১২ রবিউল আওয়াল ১৪৪৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সীরাত র্শীষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।সোমবার বাদ মাগরিব মডেল মসজিদের দাতা সদস্য আবু জাফর উবাইদুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নরসিংদী উপজেলা মসজিদের খতিব মুফতি আতিকুল্লাহ।বিশেষ আলোচক ছিলেন ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপল্প,কটিয়াদী মডেল মসজিদের খতিব মুফতি কামাল উদ্দিন,ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ হাবিবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল আজিজ সরকার,কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর,উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মজিবুর রহমান,কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম,ভোগপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ওয়াজেকুরুনীসহ বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ওলামা ও এলাকাবাসী।
তাং-১৭-০৯-২৪