এম আবু হেনা সাগর,ঈদগাঁও
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের অস্হায়ী সম্মেলন কক্ষে( বিদ্যালয় মিলনায়তন) ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ রবিউল আওয়াল পালিত হয়েছে।
হজরত মুহাম্মদ (স:) এর জীবনাদর্শ নিয়ে অনুষ্টিত আলোচনা মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দন।আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন, কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন ধর্মীয় শিক্ষক মৌলানা ফরিদুল আলম ও মনছুর মো: সাঈদ।সঞ্চালনায় ছিলেন আহমদ কবির।উপস্হিত ছিলেন সিনিয়র শিক্ষিকা মিনুন্নাহার, শিক্ষক হেলাল উদ্দিন, নুরজাহান বেগম,ছালেহা আক্তার, রাজন আচার্য,সুপ্রিয়া পাল,আবদু ছালাম মৃধা,সাইফুল ইসলাম,মোর্শেদুল আলম সহ শিক্ষকবৃন্দ।পরে ছাত্রীদের মধ্যে হামদ-নাত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।