বন্ধু আমার হারালো যে খুঁজি ক্ষণে ক্ষণে
ফিরে যদি আসে আবার আমারই জীবনে।।
রাধাচূড়া ফুলের দিব্যি বলবো আমি হেসে
সারাজীবন এমনি যেন যায় গো ভালোবেসে।
রইলো সকল স্বপ্ন ছবি অতি সংগোপনে।।
রাখবো ধরে মায়ার ডোরে দেবো না আর যেতে
সোনা মুখের অরূপ বাণী নেবো মাথা পেতে।
তারে নিয়ে ঘুরতে রাজি সবুজ ঘেরা বনে।।
ভোমর হয়ে গুনগুনিয়ে গাইতো যদি গান
সোহাগ ভরে করতো আমার কথার সুধা পান।
সারাজীবন থাকতো বাঁধা আমার ব্যাকুল মনে।।