আব্দুল আউয়াল কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মোশাররফ বি,এস,সির মামলাঃ-নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি খিজির হায়াতকে প্রধান আসামী,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়েরকে দ্বিতীয় আসামী করে ৭১ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ মডেল স্কুলে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ এর মামলা করেছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন বি,এস,সি।মামলা নং ৯/১০৭/২৪। এ মামলায় আরও ১০০/১৩০ জন অজ্ঞাতকে আসামী করা হয়েছে।গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ সালে এ মামলা করা হয়।মামলার বিবরণে জানা যায়,গত ১৪ ডিসেম্বর ২০১৩ সালে আসামীরা পাইপগান,ককটেল,রামদা,চাপাতি,লোহার রড,হকিস্টিক,কাঠের লাঠি সোটা,পেট্রোল ও দিয়াশলাই দিয়ে দলবদ্ধ হয়ে উক্ত প্রতিষ্ঠানের ছাত্রাবাসে হামলা চালায়। এসময় ভাংচুর ও অগ্নিসংযোগ করে।সাথে সাথে ছাত্রাবাসে দাউ দাউ করে আগুন জ্বলিয়া উঠে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com