মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৫ জন।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত মীর আরিফ মিলন (৫০) উপজেলার ছয়সূতি ইউপির মীরবাড়ির বাসিন্দা। নিহত মিলন মাজার বিরোধী আলেম উলামা পরিষদের একজন সদস্য।জানা গেছে,কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় মিছিলকারীদের কিছু লোক আচমকা ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-উলামা পরিষদের সদস্যদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে,এতে মসজিদের কিছু গ্লাস ভেঙ্গে যায়,মিছিলকারীদের সবার হাতে ছিলো নীল পতাকা, পাতড় ও লাঠি।
পরবর্তীতে আলেম-উলামা পরিষদের লোকজন হামলা প্রতিরোধে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ হয়। এ সময় আহত আলেম উলামা পরিষদের সদস্য মীর আরিফ মিলনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বর্তমানে ছয়সূতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com