ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ই রবি আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে প্রশাসন,স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলোতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার(ভূমি) তামারা তাসবিহা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রবিউল ইসলাম,ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার ওয়ায়েস করনী,কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন,কটিয়াদী হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল হক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সকল মসজিদের ইমামগন।এদিকে কটিয়াদী পৌর সদরের রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এ দিনটিকে ঘিরে কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।এর আগে সকালে কটিয়াদী রেজভিয়া দরবার শরীফের আয়োজনে ইদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আনন্দবাজার হয়ে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।