আজ প্রভাতে তোমার সাথে আবার হবে দেখা
ক্যানভাসে যে রাখবো এঁকে প্রথম স্মৃতির রেখা।
চোখের ভাষায় কত কথা বলি না যে লাজে
তবে জানি মনের মাঝে হাজার বীণা বাজে।
হারিয়ে কী যাবো প্রিয় তোমায় নিয়ে একা।।
সবুজ মাঠে উতল হাওয়া আজ সজোরে বয়
তোমার ছবি অগোচরে কত কথা কয় !
জানি না তো ভাগ্যে আমার কী যে আছে লেখা।।
যদি তুমি না আসো আজ মেঘ দেবে না জল
কীটে খেয়ে ফেলবে জানি সকল ফুল ও ফল।
কার বিরহে নদী পারে ডাকছে বসে কেকা।।