শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া-পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামে নিধুরাম ভুঁইয়া পরিবারের রেকর্ড সম্পত্তি দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে উজ্জ্বল সরকার,পিতা উওম সরকার,দীপংকর পিতা দেবু,সংকর রায় গং নামে যুবকের জোরপূর্বক পিলার কুপিয়ে ধানের বীজ গুলো ১৮ শতাংশ জমি উঠিয়ে ফেলা জবরদখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে,গলাচিপা উপজেলা ডাকুয়া, সকাল ১১ টা সময় ঘটনাটি ঘটেছে ডাকুয়া ইউনিয়নের ছোট চত্রা গ্রামের ৩ ও ৭ নং ওয়ার্ডে।জঙ্গিবাদ রেকর্ড সম্পত্তি জোর পূর্ব ভোগদখলীয় অশোক বালা,ননী বালা, উজ্জ্বল সরকার ও তার লোকজন।ওই গ্রামের বাসিন্দা উত্তম সরকার তার ছেলে উজ্জ্বল সরকার তার গঠিত একটি দল,জবরদখলকারী অশোক বালা একই গ্রামের বাসিন্দা তার কারণে চাঁদাবাজ ভূমি দখল এই সব হয়,কবলাকৃত ভোগদখলীয় জমির মালিক নিধুরাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, আটখালী মৌজার৪৭ ও চত্রা মৌজার জেএলনং ৫২ এসএ খতিয়ান১৯৮ দাগ নং ৫৩৪সহ মোট সম্পত্তি ১৫ একর ৭৫ তফসিলভূক্ত সম্পত্তি আজ থেকে১৫০ বছর পূর্বে জমির মালিকানাধীন নিধুরাম ভুঁইয়া, কবলাসূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছি। সেই জমিতে উজ্জ্বল সরকার ও দীপংকর নামে একজন যুবক জোরপূর্বক পিল কুপিয়েছে জবরদখলের পায়তারা করছে।এতে আমি শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া বাধা বিপত্তি করলে আমাকে বিভিন্ন ভাবে খুন জখমের হুমকি দেয়।তাই আমি আর আমার বাবা তার কবল থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।আমি বিচার চাই।সরেজমিনে স্থানীয় বাসিন্দারা জানান,নরেন্দ্র চন্দ্র এই জমির মালিক।সে আজ থেকে ১৫০ বছর পূর্বে এই জমি কবলাসূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন।এখন ননী বালা,অশোক বালা উজ্জ্বল সরকার নামে এক দল সন্ত্রাস প্রকৃতির লোক জবরদখল করার পায়তারা করছে। এবং সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া জাতীয় দৈনিক ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি হিসেবে ও সাপ্তাহিক পত্রিকা দেশ প্রিয় পত্রিকা জেলা প্রতিনিধি কে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে।যা মেনে নেওয়া যায় না।আমরাও বিচার দাবি করছি।এব্যাপারে ওই উজ্জ্বল সরকার ও দীপংকর তার দলের লোক জন বলেন,আমাদের একটা দল আছে তাই,চাঁদা দিতে হবে এমন কি তাদের কে এই রেকর্ড সম্পত্তি দিতে হবে তাই জবর দখলকরে বলে এই জমির মালিক আমি তাই আমি পিলার লাগিয়েছি।স্থানীয় চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন,আসলে এব্যাপারে আমার কিছু করার নেই এ কথা বলেন,তার পরে গলাচিপা থানায় একটি মামলা করে এবিষয়ে গলাচিপা থানার এসআই বলেন,এক পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। এবং সরেজমিনে তদন্ত করেছি।এখন উভয় পক্ষকে নিয়ে দ্রুত বসে একটা সমাধানের চেষ্টা করব, যাতে কোনও প্রকার আইনশৃঙ্খলার অবনতি নাহয় সেইদিকে নজর রাখছি,এ বিষয়ে অভিযোগর ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা গলাচিপা থানার এস আই বলেন,এর পক্ষে থেকে লিখিতভাবে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।