এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৪নং ঈদগাঁও ইউনিয়নে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের জন্ম নিবন্ধন সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার ঘোষণা দেন ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী।শন্য থেকে ৪৫ দিনের শিশুদের জন্য জন্ম নিবন্ধনের সরকার নির্ধারিত ফি তিনি ব্যক্তিগতভাবে পরিশোধ করে দেবেন বলে জানিয়েছেন।
১০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় থেকে শূন্য থেকে ৪৫দিনের শিশুদের ফ্রি জন্ম নিবন্ধন কার্ড জনতার হাতে তুলে দেওয়ার সময় ঘোষণা দেন ইউনিয়ন চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী।তিনি বলেন, আমার ঈদগাঁও ইউনিয়ন বাসী! আপনাদের জন্য একটি সুখবর।অদ্য তারিখ থেকে ঈদগাঁও ইউনিয়নে শুন্য থেকে ৪৫ দিনের শিশুদের জন্ম নিবন্ধনের জন্য কোন ফি নেওয়া হবেনা।তাহাদের জন্য নতুন জন্মনিবন্ধন সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে।এর খরচ সম্পূর্ণভাবে আমি নিজে বহন করবো।ইউনিয়ন পরিষদের সচিব স্বরূপা পাল ও সকল ইউপি সদস্য/সদস্যা দের সাথে নিয়ে এ ঘোষণা দেন।
সোহেল জাহান চৌধূরী আরো বলেন,এছাড়াও জন্ম নিবন্ধন সংশোধন,মৃত্যু নিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য যা কাজ রয়েছে,সেখানে সরকারি গেজেটেড নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া হবেনা।কোন নিবন্ধনে কত ফি নেওয়া হবে,তা মূল্য তালিকা ইউনিয়ন পরিষদে টাঙিয়ে দেয়া হয়েছে।এর বাইরে কেউ বাড়তি কোন ফি নিলে প্রমাণসহ তা চেয়ারম্যান কে জানালে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য,সারাদেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গিয়ে প্রচন্ড বিড়ম্বনায় ভোগে মানুষ।বিভিন্ন জায়গায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।এছাড়াও সরকার নির্ধারিত ফি’র চেয়েও অনেক বেশি টাকা নেয়ার অভিযোগও রয়েছে অনেক ইউনিয়ন পরিষদে।বর্তমান সময়ে চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরীর এ ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ইউনিয়নবাসী।এ উদ্যোগকে স্বাগত জানালেন আপামর জনতা।