পরিচয় খুঁজি সাঈদের মাঝে পরিচয় খুঁজি মুগ্ধে
সাঈদ আমায় শিখিয়েছে ভাই পিঠ নয় আর বুক দে।
মুক্ত রাজার আসনে পড়লে কলঙ্কের কালো দাগটা
মুক্তিকামী জনতার বুঝি বেড়ে যায় অনুরাগটা !
পরিচয় খুঁজি দেয়ালে দেয়ালে, পোস্টারে লেখাতে
পরিচয় খুঁজি সেই জনতার যে ধায় গুলি ঠেকাতে।
স্বৈরাচারের আচার দেখে কেঁদে ফেরে এই মনটা
লেখা রবে ইতিহাসে মুক্তির সেই চব্বিশ সনটা।
হায়েনা আর শকুন মিলে খেলো রক্ত ও গোশত
বুঝি না তো ভাই এই সমাজে কে যে কার দোস্ত।
বিশ্ববাসী দেখেছে কী কোথাও এমন রক্তখোর
রক্ত সাগর পার হয়ে দেশ পেলো যে নতুন ভোর।
পরিচয় খুঁজি তুমি কে আমি কে ধ্বনিতে ধ্বনিতে
পরিচয় খুঁজি প্রবহমান বুকের শোণিতে।
অবশেষে পেলাম আমার সেই শাশ্বত পরিচয়
বীর মুগ্ধ-সাঈদের স্বজন আমি অকুতোভয়
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com