ঈদগাঁও (কক্সবাজার) উপজেলা
দীর্ঘ প্রায় নয় বছর ধরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের নারী-পুরুষ রোগীদের আস্থা আর বিশ্বাসের ঠিকানা মানব সেবামুলক প্রতিষ্ঠান ঈদগাহ মডেল হাসপাতাল।সু-চিকিৎসার পেয়েই রোগীরা সন্তুষ্ট।জানা যায়,গত ২০১৫ সালে ঈদগাঁও উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে অবস্থিত হাসপাতালটি।সেই থেকে এ পর্যন্ত মানবসেবায় ব্যাপক নজির স্থাপন করেছেন।করোনার মতন কঠিন সময়েও রোগীদের চিকিৎসা সেবা দিতে বিন্দুমাত্র পিছপা হননি। সাধ্য অনুযায়ী চিকিৎসা ও অপারেশনের সেবা দিয়ে যাচ্ছেন।সার্জারিতে অভিজ্ঞতা সম্পন্ন ডা: মো: ইউসুফ আলীর সুযোগ্য নেতৃত্বে এ পর্যন্ত হাসপাতালটি আধুনিক চিকিৎসা সেবায় সফলভাবে এগিয়ে যাচ্ছেন।নানান ঘাত প্রতিঘাত ডিঙ্গিয়ে বিভিন্ন বিষয়ে সুচিকিৎসা প্রদান করা হচ্ছে রোগীদের।
আরো জানা যায়,হাসপাতালে দৈনিক দিবা রাত্রি কয়েকজন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন।কম্পিউটারাইজ ল্যাব,ডিজিটাল এক্সরে,অপারেশন থিয়েটার ও উন্নতমানের আলট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে উপজেলাসহ আশপাশের এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে প্রতিনিয়ত।
মডেল হাসপাতালে নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা: জিন্নাতুন্নেছা মনি,অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: এ কে এম হারুন অর রশিদ,বিশেষজ্ঞ ডা: জোনাইদ কবির, ডা: ইউসুফ আলী,ডায়াবেটিস,সনোলজিস্ট এবং চর্ম ও যৌন এলার্জি রোগের ডা: জেসমিন আরা পারভীন,ডা: মো: মফিজুল ইসলাম তালুকদার,ডা: মোহাম্মদ রফিক উদ্দিন,
ডা:হাফেজ মা: হাবিবুর রহমান,ডা: জুনায়েদ সাঈদ ও ডা: আয়েশা ছিদ্দিকাসহ অনেকে রোগীদের সেবায় নিয়োজিত।
হাসপাতালে উদ্যোগে অসংখ্য সুবিধাভোগী ডায়া বেটিস রোগীকে সেবা প্রদান, ফ্রি ডায়াবেটিসসহ ওষুধ প্রদান, তিন বছরের ব্যবধানে দুইশত রোগী কে মাতৃকল্যাণ ফান্ড থেকে অসংখ্য টাকা চিকিৎসা সহযোগিতা প্রদান করা হয়।
হাসপাতালের জিএম আবু বকর ছিদ্দিকে মতে,দীর্ঘসময় ধরে সততা,বিশ্বস্ততা আর অভিজ্ঞ ডাক্তারদের সু-চিকিৎসার মাধ্যমে গ্রামীন জন পদের রোগীদের আস্থা অর্জন করছেন মডেল হাসপাতাল।ম্যানেজিং ডিরেক্টর ডা:মো ইউছুফ আলীর মতে, ঈদগাহ মডেল হাসপাতালটি ঈদগাঁও উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি বাইশারীসহ বিশাল এলাকায় মানুষের সেবায় কাজ করছেন।হাসপাতালের চিকিৎসা সেবাকে এলাকার মানুষ পছন্দ করে এবং সেবার বিশ্বাস রাখেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com