নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা গুলি,আগুনে পুড়িয়ে এক নারীসহ দুজনকে হত্যা,ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৮৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার ব্যবসায়ি ও ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত মতিউর রহমান বাদী হয়ে শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।এ ছাড়া ওবায়দুল কাদের,হাছান মাহমুদ, নাজমুল হাসান পাপন,আব্দুল কাহার আকন্দ,রেজওয়ান আহমদ তৌফিক,সাবেক এমপি নূর মোহাম্মদ,সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন,সাবেক এমপি মো. আফজাল হোসেনকে হুকুম ও প্ররোচনার আসামি করা হয়।
অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন,শরিফ আহমেদ সাদী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আউলাদ হোসেন,সাবেক রাস্ট্রপতির পুত্র রাসেল আহমেদ তুহিন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন,সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com