অষ্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য শায়খ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.)’র ১০তম শাহাদাত বার্ষিকীতে তাঁর হত্যার বিচার কার্যক্রম বিলম্বিত হওয়ার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট ২৪ খ্রি.) অষ্টগ্রাম উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অষ্টগ্রাম উপজেলা শাখা।বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অষ্টগ্রাম উপজেলার সভাপতি,ছাত্রনেতা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে।বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইয়াছিন মোনাওয়ার আশরাফীর সঞ্চালনায়।বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব,জননেতা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী।বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সভাপতি,মাওলানা রেদোয়ানুল হক আশরাফী।বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহ সভাপতি,নছিম খান আশরাফী। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক,পল্লী ডাঃ সাজেদুল ইসলাম বাবুল আশরাফী।বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক,মাও. রফিকুল ইসলাম আশরাফী।মাও. আব্দুল হাফেজ গফুর আশরাফী।
বাংলাদেশ ইসলামী যুবসেনা অষ্টগ্রাম উপজেলার সভাপতি,মাও.সায়েদুল হক সাদি মোতায়েদ।বাংলাদেশ ইসলামী যুবসেনার,মাও. আজহার আশরাফী।মাও. আল আমিন আশরাফী প্রমুখসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনা,জেলা,উপজেলা,ইউনিয়ন ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে শহীদ নুরুল ইসলাম ফারুকী রহঃ এর জান্নাতের উচ্চ মোকাম কামনায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের ও বন্যায় নিহতদের জন্য দোয়া করা হয়।