অবাক হয়ে গেলাম আমি
দেখে দেশের ভাব আচরণ
আইনের গলায় দরি দিয়ে
গায়ের জোরে দাবি পুরণ।
নীতিকথার দোহাই দিয়া
সহজ সরল সঙ্গে নিয়া
চালাকচতুর ক’জন গিয়া
দখল করে সিংহাসন
অবাক হয়ে গেলাম আমি
দেখে দেশের আচরণ।
বোকা শিক্ষিত বাংঙাল জাতি
ভাবনা ছাড়াই মাতামাতি
নিজেই করে নিজের ক্ষতি
না বুঝিয়া প্রহসন।
অবাক হয়ে গেলাম আমি
দেখে দেশের আচরণ।
আপন স্বার্থ করতে সিদ্ধি
দাঁড় করিয়ে তর্ক যুক্তি
খাটায় গায়ের সকল শক্তি
মানতে নারাজ সংবিধান।
অবাক হয়ে গেলাম আমি
দেখে দেশের আচরণ।
ছুঁইলে কেহ সফলতা
জ্বলে উঠে সকলের গা
মেনে নিতে কেউ পারে না
বিট্রে করে প্রিয়জন
অবাক হয়ে গেলাম আমি
দেখে দেশের আচরণ।
তৈয়ার করতে বিলাস জীবন
শপথ করে মরনের পণ
পরের সম্পদ করে হরন
ভুলে নীতি আল কোরআন
অবাক হয়ে গেলাম আমি
দেখে দেশের আচরণ।
নজরুল বলে আমার আমার
অযথা কেউ কইরো না আর
চোখ বুজিলে সবই অসার
ফিরে না আর বেরুলে প্রাণ
অবাক হয়ে গেলাম আমি
দেখে দেশের ভাব আচরণ।