বন্ধুরে ! ও আমার পরান বন্ধুরে —-
যারে আমি ভালোবাসি সে-ই থাকে দূরে।।
নিত্য যে সে হাসায়-কাঁদায়
ভেবে তারে করি হায় হায়
গোপনে সে গান গেয়ে যায় মনোবীণার সূরে।।
মন-পাথরে আঘাত করে জ্বালায় অগ্নিশিখা
কেমনে থাকে দূরে এমন আমার মালবিকা।
খুঁজি তারে আকাশ-পাতাল খুঁজি অচিন পুরে।।
দেখবো বন্ধুর মনে কত ভালোবাসার টান
মনের খাতায় লিখবো না আর নতুন কোনো গান।
গান লিখে আর কী হবে রোজ
বন্ধু যদি না রাখে খোঁজ
মিশে যাবো দূর আকাশে পাখি হয়ে উড়ে।।