ব্রম্মাদ্বারে সৃষ্টির ধারা
লিঙ্গ মুলে দিলে বেড়া।
ঠিক রাখিলে জন্মের গোড়া,
জন্ম মরণ তার বারণ।
বাতাশে ভাসিয়া বীজ
শুন্যে থাকে পঞ্চ চিজ।
তিনটি দ্বারা উপরে নিচ,
গুরুর কাছে আছে করন।
গুরু যদি দয়া করে
ভয় থাকেনা কাম সাগরে।
ত্রিনয়নে দেখে দুরে,
ফটোগ্রাফে করে ধারন।