মনটা আমার পাগলা ঘোড়া ছুটছে তেপান্তরে
রুখতে তারে পারে না যে রৌদ্র-বৃষ্টি ঝড়ে।।
গোলাপ হয়ে তোমার খোঁপায় বসতে যে চায় এসে
আড়াল থেকে রূপ যে তোমার দেখবে ভালোবেসে।
তুমি তখন রেখো তারে অতি যতন করে ।।
পাপড়ি দেবে তোমার চুলে বিন্নি কেটে কেটে
কোমল ফুলের পরশ ছাড়া সাধ কী তবে মেটে !
তোমার সাধের গোলাপ হবো যাবে নাকো সরে।।
এত যে প্রেম বলো তবে রাখবো আমি কোথায়
সোনার ফসল ফলবে সখা সুগভীর উষ্ণতায়।
জল পেরিয়ে বাঁধবো সে-ঘর ধু-ধু বালুচরে।।