চার পাশে দেখি শুধু
পানি আর পানি-
তার ওপর ভেসে আসে
ছোট শিশু সানি।
আমার প্রিয় জন্মভূমি
দেশ ভাসে বন্যায় –
দেখে চোখে অশ্রু ঝড়ে
মানুষের কান্যায়।
এ কেমন সুখ বলো
দিলে প্রভু তাদের-
সারাক্ষণ পানির উপর
থাকতে হয় যাদের।
অনেক প্রাণী যায় মারা
বন্যা হওয়ার কারনে-
কত শত মানুষ আরো
ডলে পরে মরনে।
এ ভাবেই মৃত্যু হয়
মানুষ ও প্রাণীর-
গাছের উপর নাই এখন
পাখির অ নীড়।