আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনূর্ধ্ব- ১৭) পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়।মঙ্গলবার (৩০)জুলাই বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে বিকেল ৪ টায় অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক( অনূর্ধ্ব- ১৭) পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম।টুর্নামেন্ট খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তার মধ্যে বাঘা পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করেন। খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ সম্মানীত অতিথি বৃন্দ।
খেলা পরিচালনা দায়িত্বে ছিলেন মোমিনুল ইসলাম হিটলার, সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হানিফ ইকবাল ও রানা। খেলার ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আবু হানিফ ও বিপ্লব কুমার রায়। খেলায় আরো উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসা: সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা আ’লীগের সাবেক সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির,বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক জাফর ইকবাল,পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,সাধারণ সম্পাদক মামুন হোসেন,আড়ানী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রিমন আহাম্মেদ বাপ্পী,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি এবং চকরাজাপুর ইউপি চেয়ারম্যান বাবলু দেওয়ান-সহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজারো দর্শক ।