কোথায় চলে গেলে বন্ধু জলে ভেসে ভেসে
সহেনা আর পরানে যে দেখা দাও গো এসে।।
চাইয়া থাকি নদীর পথে কখন আসবা মাঝি
তুমি রাজি হইলে পরে আসবে ঘরে কাজী।
তোমায় নিয়ে বান্ধিমু ঘর পঙ্খিরাজের দেশে।।
তোমার নৌকা ভাসতে আছে আমার চোখের জলে
চেয়ে দেখো কাহার ছায়া পড়ছে জলতলে।
ভাটিয়ালি গানের সুরে মন মজালে হেসে।।
শয়নে স্বপনে শুনি তোমার মুখের হাসি
তাই তো এমন করে সখা তোমায় ভালোবাসি।
ফিরে যদি না আসো গো জীবন যাবে শেষে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com